আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় প্লামি ফ্যাশনে বিস্ফোরণে দগ্ধের অবস্থা আশংকাজনক

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার নরসিংহপুরে রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা প্লামি ফ্যাশনে বিস্ফোরণে আবদুল্লাহ (২৫) নামে বৈদ্যুতিক মিস্ত্রী দগ্ধ হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। আবদুল্লাহকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর হঠাৎ বিকট শব্দের পর চিৎকার করে কয়েকজন লোক একজন দগ্ধ যুবককে বের করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা জানতে চাইলে কেউ কিছু না বলেই দ্রুত চলে যায়।

প্লামি ফ্যাশনের বৈদ্যুতিক কাজের বিভাগের ম্যানেজার সাজু মিয়া জানান, একটি ক্যালেন্ডার মেশিন চেক করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরন ঘটে। ঘটনাস্থলে আবদুল্লাহ একই ছিল। পরে আশপাশের সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা কামাল শুক্রবার জানান, বিস্ফোরণ ঘটেছে শুনেই ওই কারখানায় গিয়ে ছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরনের কিছুই পাইনি। তদন্ত করে দেখছি।