আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় পুলিশের ওপেন হাউজ ডে

সংবাদচর্চা রিপোর্ট: ফতুল্লা মডেল থানায় রবিবার ( ১৫ নভেম্বর) বিকালে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী। এসময় ফতুল্লা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, থানা পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়। সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন করেন , পুলিশ তার উত্তর দিয়েছেন।

সর্বশেষ সংবাদ