আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দুই চাঁদাবাজ গ্রেফতার

ফতুল্লার শাসনগাঁওস্থ বিসিক নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা মাসদাইর গুদারাঘাট এলাকার আ. জব্বারের ছেলে বাহাদুর হোসেন জনি ও শহরের আমলাপাড়া এলাকার কামরুল ইসলাম অন্তর। গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার মো. আসলাম হোসেন।  তিনি জানান, শনিবার রাতে দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাদের নামে মামলা হয়েছে। রবিবার আসামিদের কোর্টে চালান করে দেয়া হয়েছে।

মাসদাইর শেরে বাংলা রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে হায়দার আলী সুমনের করা মামলার সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে সুমন ও তার বড় ভাই আনোয়ার হোসেন শাহ বিসিকে শাহ আমানত নামের নিটিং ফ্যাক্টরীর মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করছে। এর আগে তাদের ফ্যাক্টরীস্থলে এমটি নিটিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। ফ্যাক্টরী চালু করার পর থেকেই বাহাদুর ও কামরুল ইসলাম অন্তর সহ কয়েকজন বিভিন্ন সময়ে আমাদের কাছে চাঁদা দাবি করে। ১ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে ২/৩ জন সহযোগী সহ ওই দুই বিবাদি দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরীর দারোয়ান তোফাজ্জলকে মারধর করে ভিতরে প্রবেশ করে। তারা আমার বড় ভাই আনোয়ার হোসেনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আমার ভাইকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময়ে আমি অফিসে ঢুকে প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময়ে বাহাদুর আমার পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও কামরুল আমার ১৮ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নেয়। আমাদের ডাক চিৎকারে ফ্যাক্টরীর শ্রমিকরা এগিয়ে এসে প্রতিবাদ করলে ওরা শ্রমিকদের উপর চড়াও হয়।