আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় কুপিয়ে হত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লায় মাসুদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মাসুদ পাগলা নয়ামটি পশ্চিম পাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মোঃ রফিকুল ইসলামের ছেলে। শনিবার (২৪ জুলাই) দুপুরে ফতুল্লার পাগলার নয়ামাটি মুসলিম পাড়া লাবনি জুস কারখানার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল (২০) ও তার পিতা আইয়ুব আলী (৫৫) কে আটক করেছে পুলিশ । এসময় গ্রেপ্তারকৃত সোহেলের নিকট থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘঁনায় সোহেলকে ছুরিসহ এবং তার বাবাকে আটক করা হয়েছে।