আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে অজ্ঞাত নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে ফতুল্লার ভূঁইগড় এলাকার শিকদার পেট্রোল পাম্পের পিছন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তুষার কান্তি জানান, স্থানীয় লোকজনের দেয়া সংবাদে ২৭ বছর বয়সী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও শরীরে রশি পেচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।