আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্র‌তিব‌ন্ধীদের স্কু‌লের ভবন নির্মা‌ণে বাঁধা, প্র‌তিবা‌দে সংবাদ স‌ম্মেলন

রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় চাঁদাবাজরা প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমী স্কুলের ভবন নির্মাণে বাঁধা দি‌য়ে‌ছে ব‌লে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবন্ধিদের অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন, প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমী স্কু‌লের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার রিতা, স্কু‌লের উপদেষ্টা স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান, স্কু‌লের উপদেষ্টা আনছার আলী, অভিভাবক রফিক মিয়া, আবুল কাশেম, লিলি বেগম, রাশিদা বেগম, নুরুন্নাহার, আব্দুর রহমান, আব্দুর রশিদসহ আরো অনেকে। এ সময় প্রতিবন্ধি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ স‌ম্মেল‌নে প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমী স্কু‌লের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার রিতা অভিযোগ করে জানান, রূপগঞ্জ উপ‌জেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে প্রায় সাড়ে চারশ প্রতিবন্ধি রয়েছে। এর মধ্যে ৬নং ওয়ার্ডে অবস্থিত প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমী স্কু‌লে প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে ১৭৫ জন। একটি  ভাড়া বাড়িতে প্রতিষ্ঠানটি অতিকষ্টে পরিচালনা চালিয়ে আসছেন তারা। ওই এলাকায় সরকারী চার শতাংশ খালি জমি রয়েছে। এলাকাবাসী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সকলের সঙ্গে আলোচনা করে ওই জমিতে প্রতিবন্ধি স্কুলে ভবন নির্মাণ কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজ শুরু করতে গেলে মৃত খলিল পাগলের ছেলে মাজেদ, জিলু খাঁর ছেলে ইমান, মৃত আজিজুলের ছেলে শিপন, আব্দুল মান্নানের ছেলে জামাল, আজাহারের ছেলে কামাল বাঁধা দেয়। এসময় চাঁদাবাজরা সাফ জানিয়ে দেয় হয়তো এক শতাংশ জমি দিতে হবে, নয়তো ৫ লাখ টাকা দিতে হবে। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন তারা।