আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমের টানে ইতালি থেকে রূপগঞ্জে আসলো প্রেমিকা অতপর মামলা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে প্রেম সংক্রান্ত ঘটনা ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে প্রেমিকাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দিয়েছে অপহরণ মামলা। বুধবার রাতে রাজধানীর শনিআখরা এলাকা থেকে প্রেমিক হুমায়ুন মিয়া (২২) ও প্রেমিকা সাবরিনা আক্তার (১৮)কে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন ওই প্রেমিক-প্রেমিকা। হুমায়ুন কবির রূপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকার খাজাল উদ্দিনের ছেলে ও সাবরিনা আক্তার পার্শবর্তী আমদিয়া এলাকার ভুইয়া শামিমের মেয়ে।

প্রেমিক ও প্রেমিকার বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ জানায়, বর্তমানে সাবরিনা আক্তার তার বাবা-মায়ের সাথে ইটালিতে প্রবাসী হিসেবে বসবাস করে আসছে। ফেইসবুকের মাধ্যমে হুমায়ুন মিয়ার সাথে সাবরিনা আক্তারে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে গত ২৭ মার্চ ইটালি থেকে বাংলাদেশে চলে আসে সাবরিনা আক্তার। পরে হুমায়ুন মিয়া বিয়ে করেন সাবরিনা আক্তারকে।

আর বিয়ের পর থেকেই তারা দুই জন রাজধানীর শনিআখরা এলাকার একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকতো। এদিকে, সাবরিনার মামা তোবারক হোসেন বাদী হয়ে প্রেমিক হুমায়ুন মিয়া, হুমায়ুনের বাবা খাজাল উদ্দিন, মা নাছিমা বেগম, কাউসার ও আসাদ নামের ব্যক্তিদের আসামী করে রূপগঞ্জ থানায় অপহরনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ গত বুধবার রাতে প্রেমিক হুমায়ুন মিয়া ও প্রেমিকা সাবরিনা আক্তারকে শনিআখরা এলাকার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।