আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাইভেটকারের ধাক্কায় ভুলতায় যুবকের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের ভুলতা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আহত একটি বেসরকারী ব্যাংকের আউটলেটের কর্মচারী অমিত হাসান নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। গত ৩ নভেম্বর রাতে রূপগঞ্জের ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে চলন্ত অটোরিকসা থেকে পড়ে যান অমিত, এসময় একটি প্রাইভেটকারের ধাক্কায় পৃষ্ঠ হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

স্বজনরা আরও জানান, এক পা উঠানোর পরে আরেক পা উঠাতে পারে নাই অমিত। তখন প্রাইভেটকার এসে ওর পায়ের উপর দিয়ে যায়। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনায় অমিতের মৃত্যু হয়েছে। অমিত হাসান রাজনীতি করতেন না। রাজনৈতিক সম্পৃক্ততা নেই দাবি পরিবারেরও।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ফায়দা লুটতে দুর্ঘটনাকে হত্যা বলে অপপ্রচার করছে জানিয়ে রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন গণমাধ্যমকে বলেন, দুঘর্টনাকে হত্যাকান্ড হিসেবে প্রচার করার জন্য বিএনপির এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু বলেন, প্রাথমিক ভাবে জানতে পারছি সড়ক দুর্ঘটনায় অমিতের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবো।

সুত্রের খবর মৃত অমিত হাসান কাঞ্চনে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারী হিসেবে কাজ করতেন। সে রূপগঞ্জের চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।