রাজনৈতিক প্রতিবেদক
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার সমাবেশ করবে বিএনপি। এমন নির্দেশ এসেছে দলটির হাইকমান্ড থেকে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ বিএনপি। দলীয় কর্মসূচী পালনে এবার জোড়ালো ভূমিকা রাখার আশ্বাস মিলেছে নেতাকর্মীদের কাছ থেকে ।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলাশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দিয়েছেন। কর্মসূচীর মধ্যে ৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারাদেশের জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। খালেদা জিয়ার দ্বিতীয় কারাবর্র্ষ উপলক্ষে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো পোষ্টার ও লিফলেট প্রকাশ করবে বলে জানান দলটির মহাসচিব।
হাইকমান্ডের নির্দেশনুযায়ী নারায়নগঞ্জ বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন কারাবাসে থাকা দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করার সময় এসেছে। সিনিয়রদের নির্দেশ মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা বলেন, সেদিন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামবো। আমরা আর চাইনা অসুস্থ্য বৃদ্ধ এক মহিলাকে জেলে দেখতে। যিনি কিনা তিনতিনবার রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেক হয়েছে। একটি মিথ্যা মামলায় নেত্রীকে জেলহাজতে বন্দি করে রাখার কোন মানে হয় না।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, পুলিশ যাতে বেআইনী ভাবে আমাদের সমাবেশে বাধা না দেয়। তারা বলেন, এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে সরকার আমাদেরকে রাজপথে নামতে দিচ্ছে না। স্বাধীনভাবে আন্দোলন করতে দেয়া হলে আমরা আমাদের জনসমর্থন দেখাতে পারতাম। জাতীয়তাবাদি দল সাধারণ মানুষের আস্থার প্রতীক। আর এই সরকার তা ভালো করেই জানে। ঠিক সেই কারণেই তারা আমাদের আন্দোলন-সংগ্রাম করতে দেয়না। তবে আগামী শনিবার সকল বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের দাবী জানাবো।