সজিব খান, ঢাকা: একাত্তরে স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যথাযথ তথ্য ও প্রমাণাদি দেখাতে ব্যার্থ হওয়ায় মুক্তিযোদ্ধার তালিকায় থাকা ৬ জনের সনদ বাতিল করে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার । জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৮তম সভার সুপারিশের ভিত্তিতে এদের সনদ বাতিল করা হয়।
যাদের সনদ বাতিল করা হয়েছে, বরিশালের আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম মো. আব্দুল হাওলাদারের ছেলে মো. এমএ ছত্তার হাওলাদার (গেজেট নম্বর-৫৬৪৬, তারিখ ১৫-১১-২০১২), পাবনা সদরের শালগাড়িয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে কেএম আশরাফ উজ্জামান (গেজেট নম্বর-২১০৪, তারিখ ২৯-০৪-২০১২) ও গাইবান্ধার সাদুল্যাপুর গ্রামের মৃত হৃষিকেশ সাহার ছেলে গণেশচন্দ্র সাহা (গেজেট-১৬৫০, তারিখ ১৯-০২-২০১৩)।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নিমগাছি গ্রামের মৃত আ. হকের ছেলে মো. দেলদার হোসেন (গেজেট-৫১০, তারিখ ২৫-০৮-২০০৫), ফরিদপুরের সদরপুরের চর ডুবাইল গ্রামের মৃত মো. মমিন উদ্দিনের ছেলে এ গফফার মিয়া (যুদ্ধাহত গেজেট-২৭৪, তারিখ ২২-১২-২০০৩) ও ঝালকাঠী সদরের পিপলিতা গ্রামের সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান হোসেনের (গেজেট-৩৯৮, তারিখ ১৭-০৪-২০০৫) সনদ বাতিল করা হয়েছে।