আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীর শুভেচ্ছা বিনিময়

সংবাদচর্চা রিপোর্ট :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার ৯ জানুয়ারি গণভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোলাম দস্তগীর গাজী।
প্রসঙ্গত নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে ১৫ জানুয়ারীর মধ্যে। এবারও গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী করার দাবি জোড়ালো হচ্ছে। তিনি একজন সফল ব্যবসায়ী ও খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হওয়ায় শিল্প ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া রূপগঞ্জে দুইজন হেভিওয়েট প্রার্থীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিজয়ী হয়েছেন। রূপগঞ্জে এবার ভোট পড়ছে ৫৫.১৪ %।