আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

প্রথম শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাবিকুল (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১০ ফেব্রুয়ারি র‌্যাব-১১ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা এলাকা তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ১১ ফেব্রুয়ারি র‌্যাব-১১ এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানান, গত ১৭ জানুয়ারি ফতুল্লা মডেল থানাধীন রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুলে মাদ্রাসা শিক্ষক সাবিকুল (২২) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪২, (তারিখ-১৯/০১/২০২২ইং) । সাবিকুল গত অক্টোবর মাসে রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। গত ১৭ জানুয়ারি আনুমানিক বিকাল ৩ টার দিকে অভিযুক্ত সাবিকুল ভিকটিম ০৭ বছরের মেয়ে শিশুকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে নেয় ও ধর্ষণ চেষ্টা করে। ধর্ষণ চেষ্টাকালে ভিকটিম চিৎকার করলে সাবিকুল ভিকটিমকে কাউকে কিছু না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সে কৌশলে পালিয়ে যায় ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ