আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে রনির রক্তদান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় স্বেচ্ছায় রক্ত দান করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ জুয়েল ও ১নং যুগ্ম সম্পাদক আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে এক শোভাযাত্রা বের করার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ হয়ে যায়।