আজ রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আইভী

সংবাদচর্চা রিপোর্ট:

প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে । এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) নতুন এই পদমর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত রোববার (৭ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া হয়।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি নাসিক মেয়র পদে টানা ৩ বার বিজয়ী হয়েছেন। সুত্রের খবর এর আগে আইভী উপমন্ত্রীর পদ মর্যাদা পেয়েছিলেন।