আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিক্রিয়া জানাতে ভয়

নিজস্ব প্রতিবেদক:

নতুন করে আর বিতর্কে জড়াতে চাচ্ছে না নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। দলীয় পদ টিকে রাখতে কিছুটা কৌশল অবলম্বন করছে দলটির একাধিক নেতা। সদ্য নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুকে কেন্দ্র করে গতকাল নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। অনেক নেই প্রতিক্রিয়া জানায়নি। তারা বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া জানাবে। আমরা ছোট নেতা। সামনে সংসদ নির্বাচন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্কে জড়াবো না। এখন বিতর্ক সৃষ্টি করলে নিজের জন্য ক্ষতি। বুঝতে পারছে এড.তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দল যেটা বলবে আমরা সেটা মেনে চলবো।

জেলা বিএনপির আরেক নেতা বলেন, আমরা গ্রেফতার আতঙ্কে রয়েছি। আমাদের কমিটিতে যে সব নেতা আছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা প্রকাশ্যে মিটিং করতে পারছি না। আমরা গোপনে মিটিং করতে বাধ্য হচ্ছি। কমিটি পরিচিতি সভা করলেও স্থানের নাম প্রকাশ করছি না। এখন আমাদের বসে থাকার সময় নেই।
তিনি আরও বলেন, কিছু জায়গায় আমাদের দলীয় কোন্দল আছে সত্য । আমাদের চেয়ারম্যান তা সমাধান করবেন।

অপর দিকে আওয়ামী লীগও বিএনপিকে আর নাশকতা করতে দেবে না। গতকাল ক্ষমতাসীন দলের একাধিক নেতা এসব কথা বলেন। তারাও মাঠে থাকবে।