আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্যানেল মেয়র হওয়ার জন্য বিএনপির বড় পদে যায়নি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত ইকবাল হোসেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি অধ্যাপক মামুন মাহমুদ এবং সাবেক এমপি গিয়াস উদ্দিনের বলয়ের বাইরে । তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং প্যানেল মেয়র প্রার্থী ।

দলীয় সুত্রের খবর বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতা ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক করার জন্য সুপারিশ করে। জেলা বিএনপিও তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক করার প্রস্তাব দেয় কিন্তু কাউন্সিলর ইকবাল তাতে সম্মতি দেয়নি। জেলা বিএনপির এক নেতা সংবাদচর্চাকে জানান, প্যানেল মেয়র হওয়ার জন্য ইকবাল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গ্রহণ করেনি। তিনি অসম্মতি জানিয়েছেন। তার ভয় বিএনপির বড় পদে থাকলে আইভী তাকে প্যানেল মেয়র নাও করতে পারে ।

ইকবাল জানান, বিরোধী দলে থাকলেও জনগণ তো ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আপনে প্যানেল মেয়র হওয়ার জন্য দলীয় বড় পদ ছেড়েছেন এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, চেষ্টায় আছি ২ নং প্যানেল মেয়র হওয়ার। নির্বাচন করবো।