আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে কে হচ্ছে পৌর- অভিভাবক

পৌর- অভিভাবক

পৌর- অভিভাবক

 হালুয়াঘাট প্রতিনিধি  রাসেল :-
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভা হওয়ার পর নানান জল্পনা- কল্পনার অবশান গঠিয়ে প্রথম বারের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ র্মাচ । উল্লেক্ষ ,গত ২০১৪ সালে হালুয়াঘাট পৌর সভার ঘোষণা হয়, এর আয়তন ৯.২৫ বর্গ কি:মি, মোট ভোটার সংখ্যা: ১৪৪২৭ জন। প্রথম বারের মত নির্বাচন হওয়ায় পুরু উপজেলা সহ পৌর-ভোটারদের মনে চলছে নানান চুলছেরা হিসাব নিকাশ ।

এ পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র পদে লড়ছেন এরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো : খাইরুল আলম(নৌকা),বিদ্রোহী প্রার্থী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো :আব্দুল মোতালেব (জগ),বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রশান্ত কুমার সাহা (মোবাইল ফোন ),বিএনপি মনোনিত প্রার্থী মো: আব্দুল হামিদ ( ধানের শীষ ),বিএনপি বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাদিম আহমেদ (কম্পিউটার) ও একমাএ স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা সদর ইউনিয়ন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান সালেহ আহম্মেদ(নারিকেল গাছ)।এছাড়া মহিলা সংরক্ষিত আসনে লড়ছেন ১০ জন এবং কাউন্সিলর পদে ৪৬ জন । তবে নির্বাচন এর দিন যতই এগিয়ে আসছে ভোটার দের আগ্রহ দিন দিন বেড়েই চলছে । পৌরসভা এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়,প্রথম বারের মত হালুয়াঘাটএর পৌর অভিভাবক নির্বাচন করতে এখনো অপেক্ষা করতে হবে ২৯ র্মাচ পযর্ন্ত । কে হচ্ছে পৌরসাভার অভিভাবক এমন প্রশ্নে সাধারন ভোটারা সহজেই যেন সমাধান দিয়ে দিলেন । তারা বলছেন শুধু প্রতিশ্রুতি নয় যে নতুন এ পৌর বাসির উন্নয়নে করবে তাকেই পৌরসভার অভিভাবক নির্বাচিত করা হবে ।

মেয়র পদে ৬ জন লড়রলেও এলাকার সাধারন ভোটারা বলছেন যদি সুষ্ট নির্বাচন অনুষ্টিত হয় প্রধান দুই দল আওয়ামী-লীগ এবং বিএনপির মনোনিত প্রার্থীদের মধ্য তুমুল ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে । তবে কেউ কেউ বলছেন দেশের বতর্মান রাজনৈতিক অবস্থার দিক দিয়ে বিএনপি অনেক এগিয়ে রয়েছে । দুই দলের বিদ্রোহী প্রার্থীরা গলার কাটা হয়ে দাড়াবেন এ কোন সন্দেহ নেই ।