আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মাবতের’ গানে ঢাকা পড়লো দীপিকার উন্মুক্ত পেট

পেট

পদ্মাবতের’ গানে ঢাকা পড়লো দীপিকার উন্মুক্ত পেট পেটসংবাদচর্চা ডেস্ক:

শুটিং সেটে হামলাসহ ‘পদ্মাবতী’ নির্মাণে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এরপর ছবিটির মুক্তি ঠেকাতে পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা করা হয়। এক পর্যায়ে ছবির নাম ‘পদ্মাবতী’র পরিবর্তে ‘পদ্মাবত’ করাসহ ৫টি শর্তে সেন্সর বোর্ডের বাধা পার হয়।

এসবের অংশ হিসেবে ‘ঘুমর’ গানের দৃশ্যে ঢাকা পড়েছে রাজপুত রানি পদ্মিনীর পেট। নাচের ছন্দেই ঘাঘরা-চোলির মাঝ থেকে উঁকি দিচ্ছিল পদ্মিনীর চরিত্রে অভিনয় করা দীপিকার পেট। আর তাই ‘পদ্মাবত’-এর ‘ঘুমর’ গান আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আন্দোলনরত কারণি সেনার কাছে। তাদের দাবি, রাজপুত রানি কখনওই সবার সামনে এভাবে শরীর দেখিয়ে নাচতে পারেন না। ফলে সিনেমা থেকে দৃশ্যটি কেটে বাদ দিতে বলে সেন্সর বোর্ড।

কিন্তু সিনেমার মাঝ থেকে অংশটি বাদ দিলে সামঞ্জস্য থাকে না। সেন্সর বোর্ডের নির্দেশের কারণে বিপদে পড়েন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। অবশেষে উন্নতমানের গ্রাফিক্সের সাহায্য নেন তিনি। চোলির অংশ বাড়িয়ে দিয়েই নাকি রানির পেট ঢেকেছেন পরিচালক। এবার পেট ঢাকা গানটি প্রকাশ করা হলো। সূত্র: জিনিউজ।