আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূজায় নিরাপত্তাব্যবস্থার খোঁজ নিতে মন্ডুপে মন্ডুপে মন্ত্রী গাজী

নবকুমার:

নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার ( ৫ অক্টোবর) বিকালে রূপগঞ্জ উপজেলার  কাঞ্চন পৌরসভা দাউদপুর  এবং ভোলাব ইউনিয়নে পূজামন্ডুপ  পরিদর্শন করেন পরিদর্শন । এ সময় তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন,  ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, কেউ যদি নাশকতার চেষ্টা করে তাকে ধরে  পুলিশের কাছে দেবেন । আমাকে জানাবেন।  জনপ্রতিনিধি এবং প্রশাসনের পাশাপাশি আপনারাও সতর্ক থাকবেন।

সর্বশেষ সংবাদ