আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ হেফাজতে থাকা ডাকাতের মৃত্যু

রূপগঞ্জে পুলিশ হেফাজতে থাকা স্বপন (২৮) নামে এক ডাকাতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার  দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত স্বপন মিয়া উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার সাত্তারের ছেলে। এর আগে গত ১৫ মার্চ ভোররাতে উপজেলার মুড়াপাড়া বাজারে ডাকাতিকালে এলাকাবাসী গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

রূপগঞ্জ থানা ওসি  মাহমুদুল ইসলাম জানান, ১৫ মার্চ ভোর রাত ৩ টায় একদল ডাকাত মুড়াপাড়া বাজারে নৌপথে ডাকাতি করতে আসে। তারা বাজারে প্রবেশ করার পর পাহাড়াদাররা টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদল পালিয়ে গেলেও  স্বপন (২৮) নৌকাসহ এলাকাবাসীর হাতে আটক হয়। ১৬ তারিখ পুলিশ হেফাজতে ডাকাতকে রূপগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় । ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবার রূপগঞ্জ নিয়েছে আসা হয়। ১৬ তারিখে ডাকাতির প্রস্তুতি মামলা হয়। ১৭ তারিখে ডাকাতকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়। কোর্টে ডাকাত অসুস্থ হয়ে পড়ে । আবার রূপগঞ্জ পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। ১৭ তারিখ বিকাল সাড়ে চারটার দিকে ডাকাতের মৃত্যু হয়। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানায় আরো একটি গণপিটুনির মামলা হবে।