সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে শনিবার বিকালে থানা চত্তরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন, গ সার্কেলের এসপি মাহিন ফরাজি, ওসি তদন্ত এইস এম জসিম উদ্দিন, ওসি অপারেশন রফিক, ভূলতা ফাঁড়ির ইনচার্চ আজহার।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃটিশরা পুলিশকে ব্যবহার করে এ দেশের জনগণের উপর অত্যাচার নির্যাতন শোষণ করেছে। পাকিস্তান আমলেও একই অবস্থা ছিলো। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। পুলিশ বাহিনীতে ভালো খারাপ দুই ধরণের লোক আছে। সবাই ঘুষ খায় না। পুলিশ সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা বদলাতে হবে। কারণ আমরা পুলিশ জনগণের বন্ধু । আমরা কারো শত্রু নয়। পুলিশ বাহিনীতে যারা অপরাধ করছে তাদের বিচার হচ্ছে । আমাদের কাজের সব সময় জবাবদিহিতা করতে হয়।
তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ পুলিশের কাজের একটা অংশ। মাদককে নিয়ন্ত্রণের জন্য আলাদা অধিদপ্তর রয়েছে । তারা ঠিক মত কাজ করলে রূপগঞ্জে মাদক আসতে পারবে না। ইয়াবা আসে মিয়ানমার থেকে। সীমান্তে বর্ডার গার্ড বিজিবি আছে । তারা ঠিক মতো দায়িত্ব পালন করলে বাংলাদেশে কোনো ইয়াবা আসবে না।
আব্দুল্লাহ আল মামুন বলেন, রূপগঞ্জে জমি সংক্রান্ত সমস্যা সবচেয়ে বড় সমস্যা। যারা জমির ক্রেতা তারা কি জমি দেখে কিনতে পারেন না। জমির দখল নিয়ে দেয়ার দায়িত্ব পুলিশের না, এটা আদালতের ব্যাপার।