আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ লাঞ্ছিতের মামলায় বিএনপির ৯ নেতার জামিন

নারায়ণগঞ্জে বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালিতে বাধা দেওয়া নিয়ে পুলিশকে লাঞ্ছিত করার মামলায় ৯ নেতাকে আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। ১৮ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি আবদুল হাফিজ ও ইজাহারুল হক আকনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, সকালে উচ্চ আদালতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছুক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও মহানগর মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম লিংকন জামিন আবেদন করেন।

বিএনপির নেতাকর্মীদের পক্ষের আইনজীবী মাহবুব হোসেন জানান, আসামিরা জামিন আবেদন করলে আদালত ৪ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ সংবাদ