আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিস্তলসহ রূপগঞ্জে ধরা পরল ডাকাত রাজু

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে পিস্তলসহ মোঃ রাজিব হোসেন ওরফে রাজু ডাকাতকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১১। তারাব পৌরসভার বরাবো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ৩ আগস্ট র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব হোসেন ওরফে রাজু ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে। গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে রূপগঞ্জ থানার বরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। নিবিড় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত অস্ত্রধারী শীর্ষ ডাকাতকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য , মোঃ রাজিব হোসেন ওরফে রাজু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরূদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ