এস.ডি রিপন মাহমুদ, (পিরোজপুর): “নির্বাচনের সময় ভোট নিয়ে ব্যস্ত থাকে প্রার্থীরা, চলে বিভিন্ন জায়গায় নানা আয়োজন” কিন্ত বর্তমানে দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড। ঠিকসেই সময়ে ব্যতিক্রমি উদ্যোগ নেন পিরোজপুর শহরের সিআই পাড়ার বাসিন্দা তরুন সমাজসেবক সাবেক ছাত্রনেতা মো. মুর্শিদ শেখ। স্মার্ট কার্ড আনার জন্য তিনি অটো টেম্পুর ব্যবস্থা করেছেন নিজ অর্থায়নে। এ উদ্যোগের বিষয় জানতে চাইলে মুর্শিদ শেখ জানান, সকল জন প্রতিনিধি বা সমাজ সেবকরা এ রকমের উদ্যোগ নিলে অসহায়, খেটে খাওয়া বা দিন মজুরদের স্মার্ট কার্ডটি পেতে আরো সহজ হতো।
তিনি বলেন, অনেক দিনমজুর প্রতিদিন তার একটিই লক্ষ্য কিভাবে প্রতিদিনের জীবিকা সংগ্রহ করবেন। খুব সকালেই তিনি বেরিয়ে পড়েন তার জীবিকা সংগ্রহের জন্য। বিশেষ করে এদের জন্যই এ ধরনে চেষ্টা করছি। যাতে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে গরীব মানুষেরা বিনা খরচে সহজে তার মূল্যবান কার্ডটি হাতে পান। পৌরসভাসহ সদর উপজেলায় সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৯৭ জনকে স্মার্টকার্ড প্রদান করবে জেলা নির্বাচন অফিস। এতে সকলের বিশেষ করে সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের এ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের আরও উপকৃত হত।