আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে বিএনপির ১১ নেতা-কর্মী গ্রেফতার

পিরোজপুরে বিএনপির

পিরোজপুরে বিএনপির ১১ নেতা-কর্মী গ্রেফতারপিরোজপুরে বিএনপির

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে পুলিশ বিএনপি’র ১১ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। জেলা বিএনপির সাধারণ অধ্যাপক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গত দু’দিন ধরে পুলিশ আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে।

এরই মধ্যে তারা নাজিরপুর থেকে জেলা কমিটির সদস্য শ্রীরামকাঠী ইউনিয়ন কমিটির ও জিয়ানগরে আব্দুল খালেক মাঝিসহ ১১ জনকে গত রাতে পুলিশ গ্রেফতার করেছে। তবে নেছারাবাদ থানার ওসি জানিয়েছেন পলাশের নামে আগে মামলা রয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুর্বের মামলা রয়েছে। তবে বিএনপির সাধারণ সম্পাদক এ গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেছেন দেশ নেত্রী খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নির্বিচারে হয়রানি মূলক এ গ্রেফতার। মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলা কমিটির সভাপতি শথবর্ষী নেতা দেলোয়ার হোসেনের বাসায়ও অভিযান চালিয়েছে বলে তিনি দাবি করেন।