অনলাইন ডেস্ক:
অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গোলের দেখা পেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলটি পান মেসি। এতে ইংলিশ ক্লাবটিকে ২-০ গোলে উড়িয়ে দেয় ফরাসি ক্লাব পিএসজি। দলের পক্ষে অপর গোলটি আসে ইদ্রিসা গেয়ির পা থেকে।
পার্ক দেস প্রিন্সেসে মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল ম্যানসিটি। কিন্তু ম্যাচের ৭ মিনিটের মাথায় ইদ্রিসা গেয়ির গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। নেইমার জুনিয়রের ফ্লিক থেকে দুর্দান্ত এক বুলেট গতির শটে সিটির জাল খুঁজে নেন সেনেগালিজ এ মিডফিল্ডার। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
বিরতির পর খেলতে নেমে আগের মতোই বল দখলে এগিয়ে থাকে সিটি। বারবার সুযোগ হাতছাড়া করতে থাকা সিটির জালে ৭৪তম মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন দ্বিগুণ করেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি বক্সের সামনে এমবাপ্পের সঙ্গে পাস দেওয়া- নেওয়ার সুযোগে দুর্দান্ত এক শটে সিটির জাল খুঁজে নেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। গোলটি পেয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে সর্বোচ্চ সাত গোল করার রেকর্ড গড়েন তিনি। এছাড়া ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ ম্যাচে ২৭ গোল করার মালিকও বনে যান তিনি।
‘এ’ গ্রুপের হয়ে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে সমান পরিসংখ্যান নিয়ে দুইয়ে রয়েছে ক্লাব ব্রুজ। অপরদিকে ১ জয় ও ১ হার নিয়ে তিনে রয়েছে ম্যানসিটি। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আরবি লাইপজিগ।