নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের যে কোন সমস্যায় সব সময় পাশে থাকার অঙ্গিকার করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান।
তাদের একমাত্র পুত্র আলহাজ্ব আজমেরি ওসমানের পক্ষে অসহায় দুঃস্থ্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন।
শনিবার (২১ এপ্রিল) বিকালে চানমারিতে অবস্থিত স্বপ্নডোনা স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরনকালে স্কুলের নানা সমস্যার কথা তুলে ধরলে পারভিন ওসমান শিক্ষার্থীদের সকল সমস্যা পূরণে পাশে থাকার কথা বলেন। তিনি বলেন, তিনি এবং তার পুত্র আজমেরি ওসমান সব সময় গরীব দুঃস্থ্যদের কল্যানে কাজ করে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন, শারমীন ইসলাম, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, যুব সংহতির নেতা শরীফ হোসেন, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজসহ জাতীয় পার্টি ও এর অংড় সংগঠনের নেতৃবৃন্দ।