আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

পাবলিক স্কুল

পাবলিক স্কুল

চট্টগ্রাম ব্যূরো অফিস:
বর্তমানে পরিসরের অভাবে বিদ্যালয়গুলোতে ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আগের মত পালিত হয় না। এখন দিনে দিনে শুধু অবকাঠামোগত উন্নয়নের কারণে কমে যাচ্ছে খেলার মাঠ, তাই বাংলাদেশের এখনকার বাচ্চারা বিশাল খেলার মাঠ থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি বঞ্চিত হচ্ছে সেই পুরানো খেলাগুলো থেকে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আগে যেভাবে স্কুলে বাচ্চারা মিলে নিজেরাই আয়োজন করত, সে প্রথা লোপ পেতে চলেছে। বাংলাদেশ পাবলিক স্কুল এন্ড কলেজ তাদের নিজস্ব প্রাঙ্গণে পুরানো ঐতিহ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলকে বাঁচিয়ে রাখার জন্য বদ্ধপরিকর। তারই ফলস্বরূপ আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। তন্ময় বিশ্বাসের সঞ্চালনায় ও বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস নাজমা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ সরওয়ার হোসেন আজিজ, মাজহারুল আনোয়ার, সাংবাদিক সেলিম আকতার পিয়াল, বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কে.এম রাকিবুল ইসলাম, শিক্ষিকা সাজেদা বেগম। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রিয়ম পাল, শতাব্দী ভট্টাচার্য, তাসনিমা আকতার।