আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা জেলা আ.লীগের সভাপতি লাল,সেক্রেটারী প্রিন্স

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল কে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্স এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শনিবার দলের জেলা সম্মেলন শেষে এই নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। দুপুরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য এবার পাবনা জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে অনেক খেলা হয়েছে। পাবনা ১ আসনের সংসদ সদস্য এড. শামসুল হক টুকু সভাপতি প্রার্থী
ছিলেন আর সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এড. বিলায়েত হোসেন বিল্লু। তারা দুইজন ওই দুই পদ পাননি। বিশেষ করে এড. শামসুল হক টুকু সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছিলেন।