আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় সাংবাদিক নদী হত্যা মামলায় সাবেক শ্বশুর ৩ দিনের রিমান্ডে

পাবনায় সাংবাদিক নদী হত্যা মামলায়

পাবনায় সাংবাদিক নদী হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী হত্যা মামলায় তার সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এর বিচারক মো. রাশেদ হোসাইন এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, নদী হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি আবুল হোসেনকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে শহরের রাধানগরে নিজ বাসার সামনে সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে পাবনা সদর থানায় নদীর সাবেক শ্বশুর আবুল হোসেন, সাবেক স্বামী রাজীব হোসেনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গত বুধবার নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে পাবনা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নদীর সাবেক স্বামী রাজীব পলাতক রয়েছেন।