আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার মাদক ব্যবসায়ী সোনারগাঁয়ে আটক

সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাবনার তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১১ । ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০ টায় তাদের আটক করা হয়। এসময় সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কক্সবাজার থেকে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশী করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন আমির হামজা ওরফে মেহেদী হাসান (২৪), মোঃ হৃদয় শেখ (২৬) , তুহিন হোসেন (২৪)। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আমির হামজা ওরফে মেহেদী হাসান (২৪) এর বাড়ি পাবনা সদর থানাধীন কবিরপুর এলাকায়, মোঃ হৃদয় শেখ এর বাড়ি পাবনা সদর থানাধীন গজমতিকুন্টা এলাকায় এবং তুহিন হোসেন এর বাড়ি পাবনা সদর থানাধীন মহেন্দ্রপুর এলাকায়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান. গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার অঞ্চলের দিক থেকে ঢাকা, নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লবণবোঝাই ট্রাকযোগে ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে কক্সবাজার হতে পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০ টায় মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়। নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ট্রাকের সামনে চালকের আসনের সাথে স্টীয়ারিং এর নিচের দিকে বিশেষ কৌশলে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে চালকের আসনের সাথে স্টীয়ারিং এর নিচের দিক হতে ৭ হাজার ৭ শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।