নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দীপু বলেছেন, এখানে ( কায়েতপাড়া ও ভোলাব) নৌকাকে বিজয় করার জন্য নিরলসভাবে রাতদিন খেটে যাচ্ছেন রূপগঞ্জের মানুষের আশা আকাঙ্খার প্রতীক, আমাদের প্রিয় নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর সুযোগ্য সন্তান গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নৌকার পক্ষে লড়াই করছেন। তার প্রচারণায় নৌকার ভোট বৃদ্ধি পাচ্ছে। নৌকার জয় হবে ।
গত ৯ নভেম্বর ভোলাবতে নৌকার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক হাসান আশকারী, আওয়ামী লীগ প্রার্থী এড. তায়েবুর রহমান।