আজ বুধবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন পাপ্পা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারাবতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে তারাব পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন , তারাব পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, আনোয়ার হোসেন, আতিক হোসেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের , সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জনি, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক সোমেলসহ অনেকে।

পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।