ভাসমান শহর ভেনিস। ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে গেছে ভেনিস। মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে পানি বৃদ্ধি পাচ্ছে শহরটিতে। পানিতে তলিয়ে গেছে শহরটির অধিকাংশ এলাকা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঐতিহ্যবাহী সব স্থাপনায় ঢুকেছে পানি। আর এর জন্য জলবায়ুকে দোষারোপ করছে শহরটির মেয়র।
এ দিকে শুক্রবার দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে যায় পানি। এর আগে ভেনেতো রিজিওনাল কাউন্সিল পার্লামেন্ট ভবনে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছিল। আর জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রস্তাব প্রত্যাখ্যান করার মিনিট খানেক পরই সেখানে পানি ঢুকে যায়। যার ফলে বন্ধ হয়ে যায় আলোচনা। শহরটির এক কাউন্সিলরের এক ভিডিও বার্তায় এই তা দেখা যায়।