নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা পাটের হারানো গৌরব ফেরাতে আইন করেছে। এখনো যারা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ মেনে চলছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যে কোন সময় জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমান আদালত পরিচালন করা হবে।
বুধবার (২৬ জুন) রাজধানীর পাট অধিদপ্তরের সভা কক্ষে দিনব্যাপী “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যে সকল ব্যবসা প্রতিষ্ঠান কারখানায় নিয়ম লঙ্গন করে পিপি ব্যাগের ব্যবহার করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যে দলেরই হোক তাদেরকে ছাড় দেয়া হবে না। অভিযানের নামে কেউ অনিয়ম দুর্নীতি করলে তাদের কে কঠোর শাস্তি পেতে হবে।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে প্লাস্টিকের বিরুদ্ধে গণজোয়ার উঠেছে। পাট জাত পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। পণ্যে পাটজাত মোড়ক আইন সবাই কে জানাতে হবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পাট হবে দেশের অর্থনীতির বড় হাতিয়ার। এ শিল্প বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।