বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে ভারতে পাচারের বিপুল পরিমাণ আর্টিফিয়েশন চুলের তৈরি টুপি জব্দ করেছে বিজিবি সদস্যরা। শনিবার সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগের মধ্য থেকে এসব চুলের সামগ্রী উদ্ধার করা হয়। পাচারের তালিকায় এবার নাম এলো আর্টিফিশনের চুলের তৈরি টুপি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, চলচ্চিত্র এবং টাক মাথায় ব্যবহারযোগ্য বিপুল পরিমাণ আর্টিফিয়েশনের তৈরি চুলের টুপি ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয়। কিছু সময় পর একটি গাছের নীচে কালো রংয়ের ব্যাগ দেখতে পান। এ সময় ভারতগামী পাসপোর্টযাত্রীদের মধ্য থেকে ওই ব্যাগের মালিকানা খোঁজ করে কাউকে না পেয়ে ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৫১৫ পিস চুলের টুপি পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। জব্দকৃত টুপি বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান সুবেদার আব্দুল ওয়াহাব।