আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাগলনাথ ও রাম সীতা মন্দির কমিটির পরিচিতি সভা

ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লার পাগলনাথ ও রাম সীতা মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা শনিবার (২৫ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কল্যান বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ।
শিবু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সদর উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল, সহ-সভাপতি ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রনজিৎ মোদক, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, যুগ্মসম্পাদক অরুন চন্দ্র দাস, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনসহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার অনিল দাস। বক্তারা বলেন, প্রায় ৪শ’ বছরের পুরানো এই মন্দিরে সঠিক বৈধ কোন কমিটি ছিলো না। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন রূপে নতুন আঙ্গিকে একটি বৈধ কমিটি হলো।