আজ মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পশুর হাটে মাস্ক না পড়ায় ১০জনকে জরিমানা

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ পশুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে ফতুল্লার আলীগঞ্জ, শান্তিধারা পশুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, এসময়ে মাস্ক না পরে ঘোরাফিরা করায় ১০ জনকে জরিমানা করা হয়। একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ইজারাদার ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে , সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়। এবং পশুর হাটে প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরতে কঠোর নির্দেশনা দেয়া হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।