আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্যটন সমস্যার তাৎক্ষণিক সমাধান

সংবাদচর্চা রিপোর্ট:

নানা আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ( ২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলার বিভিন্ন পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিগণ তাদের সমস্যাসমূহ তুলে ধরেন। পর্যটনের সাথে জড়িত সমস্যার বিষয়ে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন ডিসি।

পর্যটন শিল্পের কার্যকর বিকাশ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও এসময় তিনি মন্তব্য করেন। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিসি।

এছাড়াও জেলা প্রশাসক মহোদয় দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও নারায়ণগঞ্জ ফ্রেমিং বইটি তুলে দেন।