আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্তুগালের জয়

অনলাইন রিপোর্ট:

ইউরো বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল পর্তুগাল । লুক্সেমবার্গকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোরা।

গতকাল শুক্রবার রাতে লিসবনে ‘বি’ গ্রুপের ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যাওয়ার সহজতম সুযোগ পায় পর্তুগাল। বার্নার্দো সিলভার পাস ডি বক্সে একা পেয়ে যান জোয়াও ফেলিক্স। কিন্তু সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করলেও তার শট চলে যায় গোলবারের বাইরে দিয়ে। তবে ম্যাচের ১৬তম মিনিটেই বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলমুখ থেকে তার দুর্বল বাইসাইকেল কিক অনায়াসে ঠেকিয়ে দেন লুক্সেমবার্গের গোলরক্ষক।

অবশ্য ৬৫তম মিনিটে রোনালদো প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেই দলের হয়ে ব্যবধান বাড়ান। সেইসঙ্গে দলের হয়ে ৯৪তম এবং ক্যারিয়ারের ৬৯৯তম গোলের দেখা পান তিনি। এ সময় আস্তে করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান রোনালদো।

এদিকে এ ম্যাচে দারুণ জয় পেলেও ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানেই আছে পর্তুগাল। পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ ড্রতে দলটির সংগ্রহ ১১ পয়েন্ট । শীর্ষে আছে ইউক্রেন। তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

সর্বশেষ সংবাদ