আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু হোক তা খালেদা চান না,স্বাস্থ্য মন্ত্রী নাসিম

পদ্মা সেতু

পদ্মা সেতু হোক তা খালেদা চান না,স্বাস্থ্য মন্ত্রী নাসিম

পদ্মা সেতু

সংবাদচর্চা ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন  খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন ।এ সেতু হোক তা  তিনি চায় না। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল গ্রাউন্ডে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে তার দেয়া বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে, বিশ্বব্যাংককে তিনি প্রভাবিত করেছেন, যাতে বাংলাদেশে তাদের টাকা না আসতে পারে এবং এ সেতু নির্মাণ না হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহমেদ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া।