আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ্মা পাড়ে সাইমন-মাহি

পদ্মা পাড়ে সাইমন-মাহি

পদ্মা পাড়ে সাইমন-মাহিপদ্মা পাড়ে সাইমন-মাহি

বিনোদন: প্রশস্ত নদীর পাড়ে হলুদ পোশাকে ঘুরতে দেখা গেল নায়ক চিত্র নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহিকে। নদীর পাড়ে হাত ধরে হেঁটে চলেছেন তারা। বসন্তের আগামনী দিনের ঘটনা জান্নাত সিনেমার শুটিং করেছেন তারা। ছবিটি নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

জানতে চাইলে সাইমন বলেন,‘মঙ্গলবার মানিকগঞ্জে পদ্মা নদীর পাড়ে জান্নাত ছবির গানের শুটিং করেছি আমরা। ছবির শুটিং আগেই শেষ হয়েছে। এই গানটি থাকেবে বিশেষ আকর্ষণ হিসেবে।’

খুব বলতে ইচ্ছে হয়, সাথে চলতে ইচ্ছে হয়- এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও কোনাল।
সাইমন ও নায়িকা মাহি জুটিকে নিয়ে মানিকের ‘জান্নাত’ ছবিটি রয়েছে মুক্তির প্রতীক্ষায়।

সিনেমাটির সংলাপ লিখেছেন আসাদ জামান এবং কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গ্রামীণ প্রেক্ষাপটে এক জুটির প্রেম, বিয়ে ও বিচ্ছেদের কাহিনি উঠে আসবে ছবিতে।