আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাপার মন্ত্রী সভা থেকে পদত্যাগ কথার কথা

পদত্যাগ কথার কথা

জাপার মন্ত্রী সভা থেকে পদত্যাগ কথার কথা পদত্যাগ কথার কথাসংবাদচর্চা ডট কম:জাতীয় পাটির বর্তমান মন্ত্রী সভা থেকে পদত্যাগের কোন সম্ভাবণ নেই এবং পদত্যাগের বিষয়টি কথার কথা বলে জানিয়েছেন মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এরশাদ বারবার বলছেন বটে, তবে মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের কোনো আভাস নেই। এ নিয়ে দলের মধ্যে কোনো আলোচনাই হয়নি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের আর সময় বেশি বাকি নেই, এই সময়ে পদত্যাগ করলেও বিশেষ কোনো পরিবর্তন হবে না । মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা শিগগির পদত্যাগ করবেন-গত ১০ দিনে অন্তত দুই বার করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু মন্ত্রিসভার সদস্যরা বা দলের নীতি নির্ধারণী ফোরাম বিষয়টি নিয়ে এখনও বসেনি, বা বসার কোনো উদ্যোগও নেই।

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের বিষয়টি ঘোষণায় থাকলেও বাস্তবে এ নিয়ে সন্দেহ আছে।

শ্রম প্রতিমন্ত্রী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়মাস আছি আর? চার-পাঁচ মাস? উনি (এরশাদ) তো নির্ধারিত কোনো তারিখ বলেননি। কবে করবেন বলেছেন? বলেননি। শিগগিরই বলেছেন। সেটা এখন হতে পারে। বা নাও হতে পারে।’

‘আমাদের দলের দুইটা শাখা। একটা হল প্রেসিডিয়াম আরেকটা হল সংসদের পার্টি। কোন জায়গায় এ বিষয় নিয়ে কোনো মিটিং হয়নি, আলোচনাও হয়নি। এটাতো দলীয় এবং নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। দলীয় সিদ্ধান্ত হলে তো আমরা মানবই।’

আপনার ব্যক্তিগত মত কী-এমন প্রশ্নে চুন্নু বলেন, ‘আমাদের নিজস্ব কোনো চিন্তা-ভাবনা নেই। দল যা বলে তা। আমাদের কো-চেয়ারম্যান রওশন এরশাদ সংসদে এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু দলে মিটিংয়ে এগুলো বলেননি। আমাকেও এখনও বলেননি।’

অন্য এক প্রশ্নে চুন্নু বলেন, ‘পদত্যাগ করলে সবাই একসঙ্গেই করব। তবে, এখনও করার সিদ্ধান্ত হয়নি। উনি শুধু বলেছেন শিগগিরই করব। কিন্তু উনিতো বলেননি কালকেই আমরা করে ফেলব। শিগগির বলতে তো দুই বা তিনমাসও লাগতে পারে।’

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যে বলেছেন, জাতীয় পার্টি প্রকৃত বিরোধী দল হতে চায়?- এমন প্রশ্নে চুন্নু বলেন, ‘এই চার পাঁচ মাসের বিরোধী দল হয়ে কী হবে? চার-পাঁচবছর কোনো খবর নাই। এখন আসছে বিরোধী দলের ভূমিকা। এগুলো শুধু শুধু বলা।’