আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে নৌকা মার্কা আমাদের আছে, কেউ নিতে পারবে না তৃণমূল নেতাদের: এমপি গাজী

 

নৌকা মার্কা আমাদের আছে

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী ২১ জুলাই বাংলাদেশ আ.লীগ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে রূপগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।  মঙ্গলবার ১৭ জুলাই  উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা আ.লীগে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১  আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে কোন প্রকার গ্রুপিং চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নৌকা মার্কা আপনাদের আছে কেউ নিতে পারবে না। নারায়ণগঞ্জ-১ আসনে আগামী নির্বাচনে কোন প্রার্থী পরিবর্তন হবে না এ কথা  আমাদের বিরোধীরাও জানে । আমাদের বিরোধীরা বিশেষ কারণে আমাদের বিরোধীতা করছে। তৃণমূল নেতাকর্মীরা আমার প্রাণ। তাদের ভোটের মাধ্যমে আমি গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।

রূপগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, এখানে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। রাস্তা ঘাট স্কুল কলেজ সেতু ফ্লাইওভার নির্মিত হয়েছে। এসব উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। বিএনপি জামায়াত যেন জনগণকে ভুল বুঝাতে না পারে।

তিনি আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে  আরো বলেন, ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আপনাদের ডাকা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর  সংবর্ধনা অনুষ্ঠানে যেতে হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী আবার ওয়ার্ড আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের গণভবণে ডাকবেন এর পর মহিলাদের সাথে আলাদা বসবেন। আমিও আপনাদের সাথে বসেছি । আগামী নির্বাচনে রূপগঞ্জে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।নৌকা মার্কা আমাদের আছে

বর্ধিত সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কৃষ্ণ দয়াল দাস, উপ‌জেলা অাওয়ামী লী‌গের প্রচার সম্পাদক মানজারী অালম টুটুল,বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, আওয়ামীলীগ নেতা আজমত আলী,একে এম রেজাউল করিম মাঞ্জু,মো:ফিরোজ ভূইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মো: ফিরোজ খাঁন, তাবিবুল কাদির তমাল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শ্রীমতী শিলা রানী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, তারাব পৌরসভার কাউন্সিল নজরুল ইসলাম মফিজ, রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, বিএম আতিক হোসেন, লায়লা পারভীন, জ্যোৎনা বেগম, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সহ সভাপতি জাকারিয়া মোল্লা, ভোলাব ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারাণ সম্পাদক হাসান আশকারী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, শ্রমিক নেতা মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, রতন মিয়াসহ ছাত্রলীগ ,কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা ওয়ার্ড আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সকলের খোজ খবর নেন এবং বিশেষ দিকনিদের্শনা দেন।

 

সর্বশেষ সংবাদ