আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকার ব্যাচ লাগিয়ে ষড়যন্ত্র করলে ক্ষমা নেই:পাপ্পা গাজী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভোলাববাসীর উদ্দেশে বলেছেন, আপনারা যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দিন। গত নির্বাচনের মতো এবার আপনারা আর ভুল করবেন না। উনি চেয়ারম্যান হয়ে ৫ বছরে কোনো উন্নয়ন করতে পারে নাই। উনার কাজ একটাই দখল করা। মন্ত্রী মহোদয়ের কাছে উনি কোনো কাজের তদবির নিয়ে যাননি। উনি তদবির নিয়ে গেছেন দলিল। আপনাদেরকে উনি চকলেট বানায়ছে। আপনারা সবাই মিলে এবার জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন । নৌকা উন্নয়নের প্রতীক। আমরা এসেছি আপনাদের উন্নয়নের জন্য।
তিনি বলেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন । আপনাদের পছন্দের প্রার্থী এড. তায়েবুরকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সোমবার ( ১ নভেম্বর ) ভোলাবতে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপুত্র এসব কথা বলেন।

রূপগঞ্জে আওয়ামী রাজনীতির ভবিষ্যত কান্ডারি গাজী গোলাম মর্তুজা পাপ্পা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখানে (ভোলাব) অনেকেই আছেন ,আমি এসেছি বলে এই স্টেজে উঠেছেন। আবার রাত্রে আরেক জায়গায় চলে যাবেন। যারা যারা আমাদের জাতীয় মার্কা, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার সাথে বেইমানি করবেন, আমি তাদেরকে ক্ষমা করবো না। নির্বাচনের দিন কেউ যদি নৌকার ব্যাচ লাগিয়ে ( পরে ) নৌকার সাথে বেইমানি করেন তারা দল করতে পারবে না। ১২ নভেম্বরের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে। তারপর দেখা যাবে ।
তিনি আরও বলেন, আবুল হোসেন খাঁন কাকা ব্যর্থ নায়ক না। উনি ষড়যন্ত্রের শিকার।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক হাসান আশকারী, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী এড. তায়েবুর রহমান, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া সহ অনেকে।