আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩শে জানুয়ারীকে ভারতে দেশ প্রেম দিবস পালনের দাবি ’

নেতাজি

সংবাদচর্চা ডেস্ক: অাগামী ২৩শে জানুয়ারী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা  নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।নেতাজীর দল ফরোয়ার্ড ব্লক দীর্ঘ  দিন যাবত এ দিন টিকে  সারা ভারত ব্যাপী  ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালনের দাবি জানিয়ে আসছে।এবার নেতাজীর দল ২৩শে জানুয়ারী সারা ভারত ব্যাপী দেশ প্রেম দিবস হিসেবে দিনটি পালন করবে

নেতাজির দল ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন। চিঠিতে বলেছেন, ‘নেতাজির জীবন ও সংগ্রাম যুগের পর যুগ ধরে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। দেশের মানুষ তাঁকে আপন বলে শ্রদ্ধা করছে।  গান্ধীজিও তাঁকে বলেছিলেন “প্যাট্রিয়ট অব প্যাট্রিয়টস”। যেভাবে মহান ব্যক্তিদের জন্মদিন পালন করা হয়, সেভাবেই পালন করা হোক নেতাজির জন্মদিন।

এর অগেও এই দাবি নিয়ে বহুবার সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন হয়েছে। দলটির অভিযোগ, ভারতের স্বাধীনতাসংগ্রামে নেতাজির অবিস্মরণীয় ভূমিকা থাকলেও স্বাধীনতার পর তাঁকে সেভাবে সম্মান দেওয়া হয়নি। বারবার এই দাবিতে সায় দেয়নি কেন্দ্রীয় সরকারও। এবার তাই ফরোয়ার্ড ব্লক ঘোষণা দিয়েছে, কেন্দ্রীয় সরকার ঘোষণা না দিলেও তারা ২৩ জানুয়ারি দেশের মানুষকে নিয়ে দেশপ্রেম দিবস হিসেবে পালন করবে নেতাজির জন্মদিন।