টি.আই.আরিফ
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, নেতাকর্মীর সংখ্যা বেশি হলে আমাদের ভোট বাড়বে। আমি চাই রূপগঞ্জে আমাদের নেতার সংখ্যা বাড়ুক। সবাইকে সুযোগ দেওয়া হবে। তরুণ সমাজ নেতৃত্বে আসবে। আমাদের সংগঠন শক্তিশালী হচ্ছে।
১৮ সেপ্টেম্বর সকালে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কমিটি করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, সবাই আমাদের উন্নয়ন প্রচার করবেন। আগামী নির্বাচনে আমাদের টার্গেট থাকবে বিএনপিকে পরাজিত করার। কেউ ভুল করবেন না। সবাই উন্নয়ন দেখে ভোট দেবেন।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান আশকারী, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সীমা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ অনেকে।