আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেইমার শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা

সংবাদচর্চা ডেস্ক:

বিশ্বকাপের বাছাইয়ে রেকর্ড ১২তম গোল করে এখন নেইমার শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা ।

রোনালদো নাজারিও, পেলে, রোনালদিনিও, রোমারিও, জিকো, সক্রেটিস, গারিঞ্চা, তোস্তাও—ব্রাজিলের জার্সি গায়ে যেসব বড় নাম মানুষের মুখে মুখে ঘোরে, ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে যেসব নাম, কারওই বাছাইপর্বে এত গোল নেই।

বৃহস্পতিবার রাতে নেইমার নৈপুণ্যে বিশ্বকাপের বাছাইপর্বে পেরুকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

রেসিফের এরেনা ডি পার্নামবুকো স্টেডিয়ামে করা দুটি গোলেই অবদান নেইমারের। ১৪ মিনিটে রিবেইরোকে দিয়ে গোল করানোর পর ৪০ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি।