আজ মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

নিহত সাংবাদিক নাদিমের পরিবার পেল পাপ্পা গাজীর উপহার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিহত ফটোসাংবাদিক নাদিম আহমেদ এর পরিবারকে ঈদ উপহার (নগদ অর্থ) দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠপুত্র ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

রবিবার ১ মে বিকালে নিহত সাংবাদিক নাদিম আহমেদ এর বাসায় এ নগদ অর্থ পৌছে দেওয়া হয়। নিহত নাদিম আহমেদ এর পরিবারের পক্ষে তার ছেলে নাফি আহমেদ এ উপহার গ্রহণ করেন।

উল্লেখ্য ফতুল্লার তল্লা এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয় ফটো সাংবাদিক নাদিম। এছাড়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক নয়নের পরিবারকে গাজী গোলাম মর্তুজা পাপ্পার ঈদ উপহার দেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ