নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি দোকানকে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ অক্টোবর) নিতাইগঞ্জ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ, ফারজানা আক্তার ও নাছরীন আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগী হিসেবে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. তারিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
অভিযানে নিতাইগঞ্জ এলাকার পণ্যে পাটজাত মোড়কের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী জিলানী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স নিউ এসহাক রাইস এজেন্সীকে ৫ হাজার টাকা, মেসার্স রাসেল ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং আরো ২টি প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।